কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের নিচে সড়কে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে সেখানে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন হয়েছে। এজন্য তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামলের বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া সরকারবিরোধী স্লোগানও দেন তারা। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।
বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি যে কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে তাতে বেশকিছু নেতাকর্মীকে মূল্যায়ন করা হয়নি।
ছাত্রদলের পদবঞ্চিত অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএআর/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ জিয়াউর রহমানের সমাধিতে নিউইয়র্ক বিএনপি সভাপতির শ্রদ্ধা
- ২ মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৩ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ৪ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৫ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি