বিদেশিদের সফর স্থগিতে ক্ষুব্ধ আওয়ামী লীগ
ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়্যার এবং অস্ট্রোলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করায় ক্ষুব্ধ সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগ। সংগঠনটি মনে করছে, সফর স্থগিত করার মতো বাংলাদেশে কিছুই ঘটেনি। নিরাপত্তার অজুহাতে এভাবে সফর স্থগিত করা অতিরকমের বাড়াবাড়ি বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, বিষয়টি আমাদের ক্ষুব্ধ করেছে। আমরা হতাশ।
ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়্যার শনিবার ঢাকা সফরে আসার কথা ছিল। নিরাপত্তার কারণ দেখিয়ে তার এই সফর স্থগিত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্কতার নির্দেশও দিয়েছে বৃটেন। এর আগে অস্ট্রোলিয়ার ক্রিকেট দলও নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের বাংলাদেশ সফর স্থগিত করে। বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে ওয়েবসাইটে জানিয়ে দেয়।
এসব সফর স্থগিতের জন্য অন্যান্য বিষয়ের সঙ্গে ইতালিয়ান নাগরিক তাভেল সিজারের হত্যাকাণ্ডকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিদেশিদের বাংলাদেশ সফরে আসতে এমন অনাগ্রহে ক্ষুব্ধ সরকার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের মন্ত্রীরা বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগের নেতারা মনে করছেন, এর পেছনে ষড়যন্ত্র কাজ করছে।
সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি রহস্যজনক। বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধে বিদেশিরা তখন কোনো উদ্বেগ প্রকাশ করলেন না। জ্বালাও পোড়াও-এর মধ্য দিয়ে যারা মানুষ হত্যা করলো বিদেশিদের অনেকেই তাদের হয়ে দোতালি করতে এলেন। তখন সমস্যা হলো না। দেশে এখন শান্তির বাতাস বইছে, আর এমন সময় নাকি তারা নিরাপত্তার অজুহাতে সফর স্থগিত করছেন। এটি আমাদের অবাক করেছে। একটি বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত অতি রকমের বাড়াবাড়ি। এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে।
বিদেশে সফররত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, বাংলাদেশ নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। বিদেশিদের সফর স্থগিত করার সিদ্ধান্তে আমরা স্তম্বিত। দেশে এমন কিছু ঘটেনি, যে কারণে বিদেশিদের সফর বাতিল বা স্থগিত হতে পারে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী এমন ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব।
এএসএস/এআরএস/এমএস