ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জাপার কাউন্সিলে আ.লীগ ও সিপিবিকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি সভাপতি ও ঢাকা-৪ আসনের এম পি সৈয়দ আবু হোসেন বাবলা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কেন্দ্রীয় নেতা মাসুক রহমান ও দ্বীন ইসলাম প্রমুখ।

ওবায়দুল কাদের জাতীয় পার্টি সম্মেলনের সফলতা কামনা ও সম্মেলনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে বিকেলে পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল সেলিমের হাতে জাপার আমন্ত্রণপত্র তুলে দেন আলমগীর সিকদার লোটন।

এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এমইউএইচ/এমএসএইচ/পিআর