ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

চারদিন-চাররাত্রী নৌকাভ্যান চালিয়ে ঢাকায় বঙ্গবন্ধুপ্রেমিক সিদ্দিক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯

নুন আনতে পান্তা ফুরায় নেত্রকোনার পূর্বধলার পাইলাটি গ্রামের দরিদ্র কৃষক সিদ্দিক মিয়ার। সংসারে স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়েসহ ১০ জনের পরিবার সামলাতে হিমশিম খান। দারিদ্র্যের কষাঘাতে নিত্যদিন নিষ্পেষিত সিদ্দিক মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। ভালোবাসেন দলকে।

nouka-(3).jpg

আর সে কারণেই ২১তম সম্মেলনে যোগ দিতে নিজ হাতে বানানো নৌকার আদলে তৈরি ভ্যানগাড়ি নিয়ে নেত্রকোনা থেকে ঢাকায় ছুটে এসেছেন। সাথে দুই শিশু সন্তানকেও নিয়ে এসেছেন। ঢাকায় পৌঁছতে তার চারদিন, চাররাত্রি লেগেছে।

nouka-(3).jpg

আজ শুক্রবার সকালে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তার দুই শিশু সন্তানকে সাদা পাঞ্জাবি ও মুজিব কোট পরিহিত অবস্থায় ভ্যানে বসে থাকতে দেখা যায়। তারা জানায়, তাদের বাবা ভেতরে গেছেন। কার্ড না থাকায় তারা ঢুকতে পারছে না। তাদের ইচ্ছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার।

এমইউ/এনএফ/এমএস