ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সিজার হত্যাকাণ্ডকে ষড়যন্ত্র ভাবছে সরকার

প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে সরকার। একই ঘটনায় সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগও বিব্রতবোধ করছে।
 
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আমরা এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখতে চাই। কিন্তু অস্ট্রোলিয়ার ক্রিকেট দল নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানানোর পরের দিন এমন একটি ঘটনা সরকারকে ভাবিয়ে তুলেছে।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন সময়ে তাবেলা সিজার হত্যাকাণ্ডে আওয়ামী লীগ বিব্রত বটে।  

তিনি বলেন, এর আগে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের ঘটনাতেও সরকার বিব্রত ছিল। ওই ঘটনার বিচারকার্য শেষ হতে না হতেই আরেক বিদেশির হত্যা, সরকারের জন্য সুখকর নয়।

তবে এই হত্যাকাণ্ডে সরকার বিব্রত নয় উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, একটি মাত্র ঘটনা দিয়ে দেশের সামগ্রিক নিরাপত্তার কথা বিবেচনা করা যাবে না। এমন হত্যাকাণ্ড বিদেশেও ঘটে।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এ সদস্য আরো বলেন, এ হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করতে হবে। অস্ট্রোলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসতে অপারোগতা প্রকাশের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা সেটাও আমলে নিতে হবে।   

উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে গুলশান-২ এ তাবেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তেরা। পরে মঙ্গলবার নিহত তাবেলা সিজারের সহকর্মী হেলেন ভেন্দার বিক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলাটি দায়ের (মামলা নং ৬৮) করেন।

এর আগে ২০১২ সালের ৫ মার্চ গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী। তিন বছর পার হলেও শেষ হয়নি ওই মামলার বিচারকার্য।

এএসএস/একে/এএইচ/পিআর