ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খোকার মরদেহে জাফরুল্লাহ-মান্নার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৭ নভেম্বর ২০১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মরদেহে ঐক্যফ্রন্টের নেতা জাফরুল্লাহ চৌধুরী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সাদেক হোসেন খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে শেষ শ্রদ্ধা জানান তারা।

খোকার স্মৃতিচারণ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাদেক হোসেন খোকা বাংলাদেশ স্বাধীন করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অথচ বাংলাদেশে ফিরতে তার পাসপোর্ট পাওয়ার জন্য অ্যাম্বাসিতে আকুতি-মিনতি করতে হয়েছে।

তিনি বলেন, খোকার শেষ ইচ্ছে ছিল বাংলাদেশের আলো-বাতাস ও মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। এই সরকার তার সেই অধিকার কেড়ে নেয়। এ কারণে খোকাকে বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। এর মাধ্যমেই বোঝা যায় দেশের মানুষ অত্যাচারী সরকারের কবলে রয়েছে।

Khoka-33

মাহমুদুর রহমান মান্না বলেন, সাদেক হোসেন খোকার মতো এমন মাটির মানুষ আর ফিরে আসবে না। সাধারণ মানুষসহ নেতাকর্মীদের যেকোনো সমস্যায় তাকে (খোকা) ডাকলে পাওয়া যেত। এখন দেশে যে ফ্যাসিবাদ অত্যাচারী শাসন চলছে তাদের বিরুদ্ধে মাঠে লড়াই করার মতো মাঠের সৈনিক ছিলেন খোকা। তিনি রাজপথের সৈনিক ছিলেন।

তিনি আরও বলেন, দেশে বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা অত্যাচারী সরকারের বিরুদ্ধে সাদেক হোসেন খোকা রাজপথে একাই বিদ্রোহ ঘোষণা করে প্রতিবাদ জানিয়েছেন। তার প্রতিবাদে অত্যাচারী সরকারের দোসররা ভয় পেয়ে পিছপা হয়েছে। বাংলাদেশ স্বাধীন করতে এই বীর মুক্তিযোদ্ধা বড় অবদান রেখেছেন। স্বাধীনতার পরও জীবনের অধিকাংশ সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন।

মান্না বলেন, বর্তমানে দেশে ফ্যাসিবাদী সরকারের শাসন চলছে, তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের হামলা-মামলা গ্রেফতার করা হচ্ছে। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না। অত্যাচারী সরকারের বিরুদ্ধে মাঠে একাই লড়াই করার মতো নেতা ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি চলে যাওয়ায় ফ্যাসিবাদী সরকারকে দমন করাটা কঠিন হয়ে পড়লো।

বৃহস্পতিবার দুপুরে সাদেক হোসেন খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্প অর্পণের মাধ্যমে তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার মরদেহ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়েছে।

khoka

উল্লেখ্য, ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে তিনি ঢাকা মহানগরের মেয়র ছিলেন।

চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে দেশ ছাড়েন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বিদেশে থাকা অবস্থায় দুটি মামলায় তার সাজা হয়।

গত ১৮ অক্টোবর নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি হন তিনি। গত সোমবার তার শ্বাসনালি থেকে টিউমার অপসারণ করা হয়। নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

এমএইচএম/এমএসএইচ/জেআইএম