ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কাজী জাফর একজন অহিংস রাজনীতিবিদ : রব

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেডেসি) সভাপতি আ.স.ম আবদুর রব বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ সারাজীবন এদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন একজন অহিংস রাজনীতিবিদ। মঙ্গলবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কাজী জাফর কখনো নিজের জন্য রাজনীতি করেননি। তার মতো দেশপ্রেমিক রাজনীতিবিদ এদেশের মাটিতে আর সৃষ্টি হবে না।

এসময় অন্যান্যের মধ্যে ছিলেন জেডিসির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ কাজী মুজিবুর রহমান, অধ্যক্ষ ওয়ালি উল্ল্যা, কুমিল্লা জেলা জেডিসি নেতা রফিকুল ইসলাম, আবদুল করিম, শিরিনা আক্তার, জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান কাজী ইকবাল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল্লাহিল বাকী চৌধুরী, চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, জাপা নেতা খবির আহম্মেদ মজুমদার, কাজী শহিদ ও ইউপি সদস্য সাবু মজুমদার প্রমুখ।

আ.স.ম আবদুর রব আরো বলেন, ষাটের দশকে তার সঙ্গে (কাজী জাফর) আমার সম্পর্ক। ৬৯-এ ১১দফা আন্দোলনে আমরা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি। আমি ও কাজী জাফর ভিন্ন রাজনীতি করলেও আমরা ছিলাম একে অপরের পরিপূরক।

মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি