আগাম নির্বাচনের দাবি অহেতুক : নাসিম
বিএনপির আগাম নির্বাচনের দাবি অহেতুক মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ২০১৯ সাল। অার এই সরকারের ওপর দেশবাসীর আস্থা রয়েছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সমঝোতার প্রস্তাব নাকচ করে দিয়ে নাসিম বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে যারা মিথ্যা জন্মদিনের নামে উল্লাস করে কেক কাটে তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়। সমঝোতা হবে জনগণের সঙ্গে।
সম্প্রতি ১৪ দলের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির দেয়া বক্তব্যের জবাবে নাসিম বলেন, ১৪ দল ছিল, আছে ও থাকবে। ১৪ দল এক সঙ্গে ছিল এক সঙ্গে থাকবে, যা শেখ হাসিনা আওয়ামী লীগের গত কার্যনির্বাহী কমিটির সভায় স্পষ্ট করে বলেছেন। কেউ বিভ্রান্তিমূলক কথা বলবেন না। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত ১৪ দল এক সঙ্গেই থাকবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানি চক্রের প্রেতাত্মারাই বঙ্গবন্ধুকে পচাত্তরের ১৫ আগস্ট খুন করেছে। এই খুনিরা ক্ষমতা দখল করে একাত্তরের খুনিদের হালাল করার চক্রান্ত করেছিল। পচাত্তরের পর তারা ভূতের রাজত্ব চালিয়েছিল। তারা সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু করেছিল।
তিনি বলেন, রাজাকার আর মুক্তিযোদ্ধা এক ঘরে থাকলে সে ঘরে শান্তি থাকে না। রাজাকারের সঙ্গে যারা মিটমাটের তত্ত্ব দেন, তারা খুনিদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনু বলেন, ২১ আগস্টের খুনি ও আগুন সন্ত্রাসী খালেদার মাফ নেই। তার বিচার হবেই।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. সিরাজুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী প্রমুখ।
এএসএস/একে/পিআর