ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্দিষ্ট স্থানে কোরবানি ষড়যন্ত্রের অংশ : ওলামা লীগ

প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

কোরবানির পশুর হাটের সংখ্যা কমানো ও নির্দিষ্ট জায়গায় কোরবানির স্থান নির্ধারণ আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের (একাংশ) নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ কথা বলেন।

নেতারা বলেন, কোরবানির সময় প্রতি বছর জনদূর্ভোগের কথা বলে পশুর হাট নিয়ে অপপ্রচার চালানো হয়।অথচ পহেলা বৈশাখ, রথযাত্রা, জন্মাষ্টমী ও রজনৈতিক সভা সমাবেশে রাস্তা বন্ধ করে দেয়া হয় তখন কি জনদূর্ভোগ সৃষ্টি হয় না।
তারা আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অজুহাতে দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা হিন্দুবাদী চক্রান্তের শিকার হয়ে নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের  সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনের সভাপতি  মাওলানা মুহাম্মদ আখতার হুসাইন বুখারীর সভাপতিত্বে আরো  বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবুল হাসান শেখ, সম্মেলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।

আএসএস/পিআর