১৩ নভেম্বর এরশাদের বিপক্ষে যুক্তি উপস্থাপন
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক বৃহস্পতিবার এ আদেশ দেন। এদিন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের প্রস্তুতি না থাকায় সময়ের আবেদন করলে আদালত পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন।
মামলায় এরশাদ ছাড়াও অন্য আসামিরা হলেন- বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মামলার শুরু থেকে মুসা পলাতক রয়েছেন।