ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৫ জানুয়ারির নির্বাচন মুক্তিযোদ্ধের চেতনার উপর আঘাত

প্রকাশিত: ০৯:১০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

দেশের চলমান সংকটকে রাজনৈতিক ও গণতন্ত্রের সংকট উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ৫ জানুয়ারি ভুয়া নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার উপর বিরাট আঘাত করা হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘রাজনৈতিক সংকট সামাধানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, শিশু থেকে ৮০ বছর বয়সের বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। হত্যা খুন শিশু নির্যাতন নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ একটি পৈশাচিক হত্যার দেশে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই প্রবীণ স্থায়ী কমিটির সদস্য।

তিনি বলেন, দিন যত যাচ্ছে চলমান সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এ সংকট থেকে বের হওয়ার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার। যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। এর বাইরে গোজামিলের রাজনীতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, অর্থনীতিসহ বাংলাদেশের সকল ক্ষেত্র আজ সমস্যায় জর্জরিত। বিদেশিরা আজকে বাংলাদেশে বিনিয়োগ করতে বিশ্বাস পাচ্ছে না।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

এমএম/এসকেডি/এমএস