দেশে ফিরছেন ফখরুল
চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি। তবে দেশে ফেরার আগে সিঙ্গাপুরে দুইদিন অবস্থান করবেন মির্জা ফখরুল। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্ক থেকে ফেরার সময় জেএফকে বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিএনপিপন্থি সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান ভুইঁয়া মিলটন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, ঢাকার সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, মির্জা ফখরুলের বন্ধু রফিকুল ইসলাম, ভাগ্নে রফিকুল ইসলাম ডলার প্রমুখ।
এসময় বিমানবন্দরে ফখরুল সাংবাদিকদেরকে বলেন, দেশের মানুষ অর্থনৈতিক উন্নয়নের জন্য সংগ্রাম করছে, বাংলাদেশে গণতন্ত্রের জন্য স্পেস দরকার। সে স্পেস হলে মানুষ তার অধিকার আদায় করতে পারবে। দেশে যে অচলাবস্থা চলছে, তার অবসান হবে।
প্রসঙ্গত, কারাগার থেকে জামিনে মুক্তিলাভের পর উন্নত চিকিৎসার জন্য গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান ফখরুল। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে যান তিনি।
এমএম/এসকেডি/এমএস