ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা : রাঙ্গা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, রওশন এরশাদ হবেন সংসদের বিরোধীদলীয় নেতা, আর জি এম কাদের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। দলের সব ঝামেলা মিটে গেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সংসদ ভবনে সাংবাদকিকদের কাছে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় সংসদের আজকের (রোববার) শুরু হওয়া কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন রওশন এরশাদ। বিকেল ৪টায় শুরু হওয়া এ বৈঠকে তিনি বিরোধী দলের উপনেতা হিসেবে যোগ দিয়েছেন।

মশিউর রহমান রাঙ্গা বলেন, আজ (রোববার) দুপুর ১টায় যে বৈঠক হওয়ার কথা ছিল তার আর প্রয়োজন হয়নি। গতকাল (শনিবার) আমরা সবাই মিলে বিষয়টি নিষ্পত্তি করেছি। তবে আজ (রোববার) এখনো স্পিকার বরাবর কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়নি। সন্ধ্যার মধ্যে চিঠি দেয়া হবে।

সংসদ উপনেতা কাকে করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, উপনেতা এখনো ঠিক করা হয়নি। এটা পরে দলের চেয়ারম্যান এবং বিরোধীদলীয় নেতা এটা ঠিক করবেন।

এইচএস/আরএস/জেআইএম

আরও পড়ুন