নিয়মের বাইরে কেউ চেয়ারম্যান ঘোষণা করতে পারেন না : জি এম কাদের
রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণার বিষয়ে জি এম কাদের বলেছেন, ‘পার্টির নিয়মের বাইরে কেউ কাউকে চেয়ারম্যান ঘোষণা করতে পারে না। যে কেউ একজন ঘোষণা করলেই তা হবে না।’
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল করার ঘোষণা দেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণার প্রতিক্রিয়ায় জি এম কাদের বলেন, ‘একটি সংবাদ সম্মেলনের খবর শুনেছি। কেউ পার্টির শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নেয়া হবে।’
পার্লামেন্টারি বোর্ড গঠন নিয়ে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় যেভাবে বোর্ড গঠন করেছিলেন, সেভাবেই করা হয়েছে। শুধু একজন সদস্য নিজে থেকে সরে যেতে চাইলে তার স্থানে কাজী ফিরোজ রশীদকে যুক্ত করেছি।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন ও একটি উপনির্বাচনে একই বোর্ড নাও হতে পারে। এখানে আঞ্চলিকতার প্রাধান্য থাকতেই পারে। পার্টির গঠনতন্ত্র অনুযায়ীই আমি দায়িত্ব পালন করছি।’
এইউএ/আরএস/এমকেএইচ