ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ ১ ও ২ অক্টোবর

প্রকাশিত: ১২:৪৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আগামী ১ ও ২ অক্টোবর উপ-নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গণভবনে অনুষ্ঠিত এ সভা শেষে দলের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, আগ্রহী প্রার্থীরা আগামী ১ ও ২ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৫ হাজার টাকা দিয়ে দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

ড. গোলাপ বলেন, ৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে একই কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ৬ অক্টোবর সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করবে।

নির্বাচন কমিশন আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পেশের শেষ তারিখ হচ্ছে ১১ অক্টোবর, যাচাই-বাছাই ১৩ অক্টোবর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ২১ অক্টোবর।

গত ১ সেপ্টেম্বর বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগের পর আসনটি শূন্য হয়।

বিএ