ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির র‌্যালি উপলক্ষে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি র‌্যালিতে অংশ নিতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও আশপাশের সড়কে অসংখ্য নেতাকর্মীর ঢল নামে।

‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব’, ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেব না’ স্লোগানে নয়াপল্টন এলাকা মুখর করে রাখেন তারা। নেতাকর্মীদের ভিড়ে নয়াপল্টনের পূর্বদিক ফকিরাপুল মোড় থেকে পশ্চিম পাশের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

বিএনপির নারী কর্মীরা র‌্যালিতে অংশ নিতে রঙ-বেরঙের শাড়ি পরে উপস্থিত হয়েছেন। এছাড়া রয়েছে বেশ কয়েকটি ঘোড়ার গাড়ি। পাশাপাশি রয়েছে পিকআপ। ডেঙ্গু প্রতিরোধে ‘সরকারের ব্যর্থতা’র প্রতিবাদে একটি পিকআপে মশারি টাঙানো হয়েছে।

bnp

পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র‌্যালিটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

এদিকে বিএনপির এ কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক।

কেএইচ/আরএস/জেআইএম

আরও পড়ুন