ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সরকার কোনো সমস্যার সমাধান করতে পারছে না : মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

সরকার কোনো সমস্যার সমাধান করতে পারছে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশে আজ ক্রান্তিকাল। দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীন নেই। সরকার কোনো সমস্যার সমাধান করতে পারছে না।’

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, ‘সেই প্রেক্ষাপটে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। আজকে আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে যে, দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার অংশ হিসেবে প্রথমে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের শ্লোগান হোক, স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও।’

সভায় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘এ দেশের মানুষ বাকশাল প্রত্যাখ্যান করেছিল। দেশের মানুষ বলেছিল বাকশালের জন্য আমরা দেশ স্বাধীন করিনি।’

তিনি বলেন, ‘দেশের ঐতিহাসিক প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর দেশে যে রাজনৈতিক অর্থনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল বিএনপি সেই শূন্যতা পূরণ করেছে। শহীদ জিয়াউর রহমান সেই শূন্যতা পূরণ করেছেন। এজন্য প্রথমে তিনি আমাদের পরিচয় দিয়েছেন। তা হলো বাংলাদেশ জাতীয়তাবাদ।’

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকু বলেন, ‘বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতায় আছে তারা চেতনার ফেরিওয়ালা। কিন্তু চেতনা ফেরি করে লাভ নেই।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন একজন অলি, এ কারণে তার মৃত্যুর পর লাখ লাখ মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল।’

কেএইচ/এএইচ/এমএস

আরও পড়ুন