ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ভ্যাটবিরোধী আন্দোলনে বিজয়ী শিক্ষার্থীদের ছাত্রদলের শুভেচ্ছা

প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ভ্যাটবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় অর্জনে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তারা বলেন, এখন সময় এসেছে শুধু ব্যাক্তিকেন্দ্রিক সুবিধা নয় বরং পুরো দেশের সামষ্টিক সুবিধার জন্য গণআন্দোলন গড়ে তোলার। শুধু শিক্ষা সংক্রান্ত দাবি আদায় নয়, অগণতান্ত্রিক সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার উপর ভ্যাট নিয়ে শিক্ষার্থীরা যেমন দূর্বার আন্দোলন গড়ে তুলেছিল, তেমনিভাবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ সহাবস্থানের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।

ছাত্রদল শুরু থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছিল এবং ভবিষ্যতেও ছাত্রদের যেকোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রদলের সমর্থন থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এমএইচ/এসআইএস/আরআইপি