ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ঈদের আগে রাজপথে কর্মসূচি নেই বিএনপির

প্রকাশিত: ০৪:০২ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

বিভিন্ন দাবি আদায়ে বিএনপির নানা কর্মসূচির কথা শোনা গেলেও আসন্ন পবিত্র ঈদুল আজহা’র আগে রাজপথে কোনো কর্মসূচি নেই দলটির। তবে নানা প্রতিবন্ধকতার মাঝেও দ্রুত সময়ে দল গোছানোর কাজ শেষ করতে চায় দলটি। এ লক্ষ্যে তারা কাজও শুরু করেছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

দলীয় সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের জেলা, উপজেলা ও গুরুত্বপূর্ণ ইউনিটকে কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্র থেকে। এ লক্ষ্যেই আপাতত কাজ করছেন দলটির ছয় নেতাকর্মী।

তবে দেশের বেশ কয়েকটি জেলা থেকে স্বল্প সময়ে কমিটি গঠনে আপত্তি জানিয়ে পাল্টা চিঠি পাঠালেও কয়েকটি ইউনিটে আবার কমিটি গঠনের কাজ চলছে পুরোদমে।

এদিকে সাংগঠনিক শক্তি বাড়াতে রাজপথের আন্দােলনের চিন্তা বাদ দিয়ে আগে ঘর ঘোছানোর কাছে মনোযোগ দিয়েছে বিএনপি।  টানা আট বছরেরও বেশি সময় ক্ষমতার বাহিরে থাকা এ দলটি ফের মাথা চাড়া দিয়ে উঠারও পরিকল্পনা করছে বলে জানা গেছে।

এর আগে সর্বশেষ চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ হরতাল কর্মসূচি পালন করে সফলতার ফসল ঘরে তুলতে না পারায় নড়েচড়ে বসেছে দলটি। তাই এবার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেই মাঠে নামতে চায় তারা।

এজন্য হুট করেই রাজপথে আর কর্মসূচি না ডেকে পরিকল্পনা অনুযায়ি আরো সময় নিয়ে অান্দােলনে নামতে চায় বিএনপি। তাই পবিত্র ঈদুল আজহা’র আগে রাজপথে কোন কর্মসূচি বিএনপি পালন করছে না বলে দলটির সূত্র জানিয়েছে।

এদিকে বিএনপি যখন দলকে শক্তিশালী করার লক্ষ্যে সারাদেশে কমিটি গঠনের চেষ্টা করছে তখন সরকারের পক্ষ থেকে নানাভাবে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। নয়াপল্টনে ডাকা সংবাদ সম্মেলনে গণমাধ্যমে কর্মীদের কাছে এ অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জাগো নিউজকে বলেন, সরকার শত প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপি লড়াই করে যাবে।

তবে আপাতত কর্মসূচির পরিবর্তে সাংগঠনিক শক্তি বৃদ্ধিই খালেদা জিয়ার প্রধান টার্গেট বলেও জানান তিনি।

এমএম/এআরএস/এমএস