হরতালের সমর্থনে নয়াপল্টনে মিছিল
হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার সকাল ১০টার দিকে জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসেন।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রত্যাহার এবং বাজেটকে জনদুর্ভোগের বাজেট আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট এ হরতাল ডাকে।
হরতালের সমর্থনে মিছিলকারীরা পুরানা পল্টন এলাকা থেকে মিছিলটি বের করে নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঘুরে আবার পল্টনের দিকে চলে যায়।
মিছিলের কারণে নয়াপল্টনের ভিআইপি সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। তাছাড়া সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক ছিল।
এছাড়া বাম জোটের হরতালে বিএনপির নৈতিক সমর্থন থাকলেও হরতালের সমর্থনে নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি। এমনকি বিএনপি নেতাকর্মীদের পদচারণা নেই দলীয় কার্যালয়ে।
এছাড়া হরতালকে ঘিরে গত রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান থাকলেও সকাল থেকে নাইটিঙ্গেল মোড় এবং ফকিরাপুল মোড়ে পুলিশের অবস্থান রয়েছে।
কেএইচ/জেএইচ/জেআইএম