বাম দলের হরতালে গণফোরামের সমর্থন
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার (৭ জুলাই) বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।
গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামীকাল (৭ জুলাই) বাম গণতান্ত্রিক জোটের আহুত হরতাল কর্মসূচিকে সমর্থন প্রদান করছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও গণবিরোধী বাজেটের প্রতিবাদে গণফোরাম আগামী মঙ্গলবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। ওই দিন ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।’
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে আধা বেলা (সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত) হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।
তার আগের দিন রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, গড়ে গ্যাসের দাম বেড়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ। রান্নাঘরে যাদের গ্যাসের চুলা একটি, তারা এত দিন মাসে বিল দিতেন ৭৫০ টাকা। এখন থেকে গ্যাস বিল বাবদ মাসে তাদের ব্যয় হবে ৯২৫ টাকা। খরচ বাড়ল ১৭৫ টাকা। যাদের বাসায় দুই চুলা, তারা এত দিন বিল দিতেন ৮০০ টাকা। এখন তাদের দিতে হবে ৯৭৫ টাকা।
বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহার করা সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দামও বেড়েছে। সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে দাম বেড়েছে তিন টাকা। ৪০ টাকার সিএনজি গ্যাসের দাম বেড়ে হয়েছে ৪৩ টাকা।
এআর/জেএইচ/এমকেএইচ