খালেদার মুক্তির দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি। সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশের সঙ্গে দেখা করে সমাবেশের কথা জানিয়েছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, ২০ জুলাই (শনিবার) চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে দলটির নেতারা। এ মহাসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দান সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের সামনে এ সমাবেশের স্থান নির্ধারণ করেছে দলটি। এ উপলক্ষে প্রস্তুতি সভাও করছে বিএনপি ও অঙ্গ সংগঠন। এ লক্ষ্যে অনুমতি চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
নগর বিএনপির সহ দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। মহাসমাবেশের জন্য প্রথমে লালদীঘির মাঠ চেয়েছিলাম। সেখানে মাসব্যাপী বৃক্ষমেলা থাকায়, লালদীঘির পাড়স্থ জেলা পরিষদ মার্কেট চত্বর অথবা কাজীর দেউরি মোড়ে সমাবেশ করার জন্য সিএমপির অনুমতি চেয়েছি।
উল্লেখ্য, গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিএনপির পক্ষ থেকে বারবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চাওয়া হলেও নগর পুলিশ কোনো বারই সে অুনমতি দেয়নি।
আবু আজাদ/জেএইচ/এমএস