ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

হরতালের সমর্থনে প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা কাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৩ জুলাই ২০১৯

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা শুরু হবে। গাবতলী পর্যন্ত এ পদযাত্রা কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, সিলিন্ডার গ্যাসের দাম কমানো এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে ৭ জুলাই হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

এদিকে মহাজোট সরকারের আমলে সপ্তমবারের মত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই বাম দলগুলোর অর্ধদিবস হরতালের প্রতি সমর্থন দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বুধবার এক বিবৃতিতে এ সমর্থন জানান।

আরও পড়ুন : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই হরতাল

অপরদিকে বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় পুরানা পল্টনে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রচার অভিযান চালানো হয়। এ সময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু, সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) নেতা মানস নন্দী, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক এবং গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বামফ্রন্ট আহুত অর্ধদিবস হরতালের প্রতি জেএসডি নৈতিক সমর্থন দিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধনের ঘোষণা দিয়েছে। পার্টির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে এ কথা জানান।

গার্মেন্ট টিইউসির সমর্থন

অপরদিকে দেশব্যাপী অর্ধদিবস হরতালে সর্বাত্মক সমর্থন জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। মঙ্গলবার গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা অ্যাড. মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদার এক বিবৃতিতে দেশের সব শ্রমিক-জনতার প্রতি হরতাল সফল করার আহ্বান জানান।

এফএইচএস/এএইচ/এমএস

আরও পড়ুন