ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গ্যাসের মূল্যবৃদ্ধির অন্যায় সিদ্ধান্ত জনগণ মানবে না : জাপা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১২ পিএম, ০২ জুলাই ২০১৯

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী মন্তব্য করে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (জাফর অংশ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, গ্যাসের মূলবৃদ্ধির অন্যায় সিদ্ধান্ত জনগণ মানবে না।

মঙ্গলবার প্রয়াত প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। মোস্তফা জামাল হায়দার সভায় সভাপতিত্ব করেন।

তিনি বলেন, একদিকে দেশের শিল্প-কলকারখানা ধ্বংস, অন্যদিকে সাধারণ মানুষের গলা কেটে এলপি গ্যাস আমদানিকারক কতিপয় ব্যবসায়ীর স্বার্থে, গ্যাসের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত চরম গণবিরোধী, যা কিছুতেই জনগণ মেনে নিতে পারে না।

আরও পড়ুন>> ‘গ্যাসের দাম বাড়ায় মাথাপিছু খরচ বাড়বে ৩ থেকে ৫ হাজার টাকা’

সভায় মরহুম কাজী জাফর আহমদ, মরহুম ডক্টর টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর সৈয়দ শফিউল্লাহ ও খালেকুজ্জমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা শাখাওয়াত হোসাইন।

সভায় পার্টির মহাসচিব জাফরউল্লাহ খান চৌধুরী লাহোরী, সাবেক এমপি আহসান হাবিব লিংকন, এএসএম শামীম, কাজী মো ইকবাল, কাজী জয়া আহমদ, মাঈনুর রাব্বী চৌধুরী রুমন, কাজী মো. নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসীন সরকার, হান্নান আহমদ খান বাবলু, আবু তালেব দেওয়ান, গাজী আব্দুল খালেক, মো. বাচ্চু মিয়া, এইউএম মামুন চৌধুরী, অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, বিএনপি নেতা সৈয়দ মেহেদী হাসান রুমী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মনি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএসএইচ/পিআর

আরও পড়ুন