রিজভীর জামিন আপিলে বহাল
নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বহাল রেখেছেন।
জামিন আবেদন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ২৩ আগস্ট রিজভীকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির পর এই আদেশ দেন আপিল বিভাগ। আদালতে আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদুল ইসলাম। রিজভীর পক্ষে ছিলেন, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।
নাশতকতার মোট ১৯ মামলার সবকটিতে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন রিজভী আহমেদ। এর মধ্যে দুটি মামলায় আপিল বিভাগে হাইকোর্টের জামিনাদেশ স্থগিত থাকায় মুক্তি পাচ্ছেন না রিজভী।
এর আগে ১৯ আগস্ট চিকিৎসার জন্য রিজভীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। রিজভী বর্তমানে কাশিমপুর কারাগার পার্ট-২ এ কারাবন্দী রয়েছেন। চলতি বছরের ৩০ জানুয়ারি রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করা হয়।
এফএইচ/এসআইএস/আরআইপি