তারেকের নির্দেশে বিক্ষুব্ধদের সঙ্গে বসছে স্থায়ী কমিটি
ছাত্রদলের চলমান সঙ্কট নিরসনে রাতে বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টায় এ বৈঠক হবে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে এ তথ্য জানান ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির।
এর প্রায় ৩০ মিনিট আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘সাবেক ছাত্রনেতাদের সঙ্গে আলাপ করলাম। কিছুক্ষণের মধ্যে ওদের (বিক্ষুব্ধদের) ডাকব। কীভাবে সমাধান করা যায়, সেটা আমরা করব।’
বয়সসীমা তুলে দেয়া বা নিয়মিত ছাত্রদের নিয়ে কাউন্সিল, ১২ নেতার বহিষ্কারাদেশ বাতিল, কাউন্সিলের কার্যক্রম স্থাগিত রাখার দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছে ছাত্রদলের একাংশ।
ইখতিয়ার রহমান কবির সাংবাদিকদের বলেন, ‘আসলে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হয়। আমরা দল করতে চাই, এজন্যই আমরা আসছি, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। সার্চ কমিটির নেতারা আমাদের সাথে কথা বলেছেন। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির নেতাদের দায়িত্ব দিয়েছেন এ সমস্যা সমাধানের। তারা বলেছেন, রাত ৮টায় আমাদের সঙ্গে বসবেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। বৈঠক করার পর আমাদের পরবর্তী করণীয় ঠিক করব। যদি সমাধান হয় তাহলে তো হলোই, না হলে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।’
কেএইচ/এনডিএস/এমকেএইচ