ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ভোটার তালিকা নিয়ে ছাত্রদলের দুই নেতার আপত্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:০২ এএম, ২৬ জুন ২০১৯

 

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে ভোটার তালিকার যে খসড়া প্রকাশ হয়েছে তাতে দুই নেতা আপত্তি জানিয়েছেন। মঙ্গলবার তারা ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির কাছে লিখিতভাবে এই আপত্তিপত্র জমা দেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খোকন বলেন, কাউন্সিল উপলক্ষে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে তেজগাঁও কলেজের সাকিব হোসেন সম্রাট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ নামে দুজন ছাত্রদল নেতা আপত্তি জানিয়েছেন।

তিনি বলেন, আমরা তাদের এই দাবি যাচাই-বাছাই করে দেখব। তাদের সঙ্গে কথা বলব। স্বচ্ছতার সঙ্গে আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব।

প্রসঙ্গত, গত ২৩ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় গত ২৪ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ছিল ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ। সে মোতাবেক আজ দু’জন ছাত্রদল নেতা ভোটার তালিকা নিয়ে আপত্তি জানায়।

২৬ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৫ জুলাই সভাপতি এবং সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কেএইচ/এমআরএম

আরও পড়ুন