ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি ন্যায় সঙ্গত : বিএনপি

প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলাদা বেতন স্কেলের দাবিকে ন্যায় সঙ্গত উল্লেখ করে আন্দােলনরত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার বেলা ১১টায় ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা দলের পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।

তিনি বলেন, শিক্ষা হল জাতির মেরুদণ্ড। তাই শিক্ষিত সমাজ গড়তে হলে শিক্ষকদের দাবি মেনে নিতে হবে। আমরা শিক্ষকদের এই ন্যায় সঙ্গত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং এ দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

হান্নান শাহ আরো বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার জনদুর্ভোগ সৃষ্টি করেছে। দুর্বার আন্দোনের মাধ্যমে এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও ঢাকা মহানগর বিভিন্ন ইউনিটের নেত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোসহ চার দফা দাবিতে প্রায় তিন মাস ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনের ধারাবাহিকতায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে তারা র্যালি, বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করা ও প্রত্যাশিত বেতন কাঠামো অনুযায়ী ওয়ারেন্ট অব প্রিসিডেন্স-এ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদমর্যাদা নিশ্চিত করা।

এমএম/আরএস/এমএস