ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি নেতা মিনু হাসপাতালে

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স বজলুর রশিদ জাগো নিউজকে জানান, মিজানুর রহমান মিনুর দাঁতের চিকিৎসার জন্য সকালে কারাগার থেকে হাসপাতালের বহির্বিভাগে নিয়ে আসা হয়। দাঁতের চিকিৎসা চলাকালীন মিনু বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন। পরে তাকে জরুরিভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. খালেক জাগো নিউজকে বলেন, মিনুর অবস্থা আশঙ্কাজনক মনে হয়েছে। তবে কিছু সময় গেলে তার অবস্থা সম্পর্কে পুরোপুরি বলা যাবে। এ মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

এদিকে, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম জাগো নিউজকে জানিয়েছেন, বিএনপি নেতা মিনুর অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থা জানানো যাবে।

এসএস/এমএস