ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আ.লীগের সুবিধাবাদীরা লুটপাট করছে : জাসদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০২ পিএম, ২১ জুন ২০১৯

আওয়ামী লীগের সুবিধাবাদী কিছু নেতা স্থানীয় বিএনপি-জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে লুটপাট, টেন্ডারবাজি করছে। এমন অভিযোগ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)।

শুক্রবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে দেয়া এক বিবৃতিতে দলটি এমন অভিযোগ করে।

জাসদের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘নৌকায় চড়ে এমপি হয়ে এখন আওয়ামী লীগবিরোধী’ শিরোনামে রিপোর্টের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা এ ধরনের অসত্য, ভিত্তিহীন, মনগড়া, গালগল্পের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রাজনৈতিক অবস্থা অত্যন্ত পরিষ্কার ও সুনির্দিষ্ট। বিএনপি-জামায়াত জোটের বিপরীতে ১৪ দল ও মহাজোটের রাজনৈতিক ঐক্যকে ধারণ করে চলেছে জাসদ। জাসদের এই রাজনৈতিক অবস্থানের সঙ্গে হাসানুল হক ইনু বা দলের অন্য কারও মন্ত্রী বা এমপি হবার বিষয় সম্পর্কিত না। জাসদ জাতীয় রাজনৈতিক প্রয়োজন ও জাতীয় রাজনৈতিক কর্তব্য বিবেচনা করেই বিএনপি-জামায়াত জোটের বিপরীতে ১৪ দল ও মহাজোটের রাজনৈতিক ঐক্যের ধারা ধারণ করে চলেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘সরকার বা প্রশাসনের সীমাবদ্ধতা, ভুল, ত্রুটি সংশোধন করার জন্য রাজনৈতিক বক্তব্য দেয়া মানেই সরকারের বিরোধীতা নয়, বরং সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করা। হাসানুল হক ইনুকে তার নির্বাচনী এলাকায় নিজের দল জাসদ ছাড়া অন্য কারও উপর নির্ভর করে চলতে হয় না, আর বিএনপি- জামায়াতের সাহায্য নেয়ারতো প্রশ্নই আসে না। বরং আওয়ামী লীগের সুবিধাবাদী কিছু নেতা স্থানীয় বিএনপি-জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে লুটপাট টেন্ডারবাজি করছে।’

এইউএ/জেডএ/এমকেএইচ

আরও পড়ুন