ছাত্র ফ্রন্টের জাতীয় কনভেশন ১০ সেপ্টেম্বর
শিশু নির্যাতন বন্ধ ও শিশু অধিকার রক্ষার দাবিতে আগামী বৃহস্পতিবার জাতীয় কনভেশন করবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে শিশু নির্যাতন বন্ধে জাতীয় কনভেনশন করার ঘোষণা দেয়া হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও শিশু কিশোর মেলার যৌথ উদ্যোগে এই কনভেশন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন বলেন, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন ও হত্যার কিছু ঘটনা সচেতন মানুষের বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে। তাই শিশু নির্যাতনের সামাজিক প্রতিক্রিয়া, শিশুর মানসিক ও শারীরিক বিকাশে আমাদের ভূমিকা ও রাষ্ট্রের দায়িত্ব বিষয়ে সামাজিক মতামত গড়ে তোলার লক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই কভেনশন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জর্নাদন দত্ত নান্টু ও মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু প্রমুখ।
এমএইচ/এসআইএস/আরআইপি