ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ফখরুলের আশ্বাসে পদবঞ্চিতদের আন্দোলন স্থগিত

প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৪

ফখরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত করলো ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার দিনভর উত্তেজনা ও সঙ্গে সংঘর্ষের পর বিকেলে ফখরুলের সঙ্গে বৈঠক করে পদবঞ্চিতদের একটি প্রতিনিধিদল। এরপর আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্দোলনরত ছাত্রদল নেতা তরিকুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল আমাদের ‌‌‌ডেকে নিয়ে যান। তিনি কথা দিয়েছেন এ সঙ্কট নিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন। এমনকি দলের শীর্ষ নেতাদের সঙ্গেও আলাপ করবেন।

এই আশ্বাসের প্রেক্ষিতে আপাতত আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়। পরবর্তীতের শীর্ষ নেতাদের সিদ্ধান্তের ভিত্তিতে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এর আগে রোববার দুপুরে নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে নতুন কমিটির সাথে পদবঞ্চিত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ছাত্রদল নেতাকর্মীদের একটি অংশ এ সময় বিএনপি কার্যালয়েও হামলা চালায়।