ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আল কুদস দিবস মুসলমানদের জাগরণের দিন : মোস্তফা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ৩১ মে ২০১৯

ফিলিস্তিন ভূখণ্ড ও মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদকে ইহুদি দখলমুক্ত করার জন্য মুসলমানদের জাগিয়ে তোলাই আল কুদস দিবসের অন্যতম প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলে।

তিনি বলেন, এ ছাড়াও মজলুম ফিলিস্তিনি জাতির ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা ইহুদি শাসন, শোষণ, নিপীড়ন ও তাদের নৃশংস হত্যাযজ্ঞের অবসান ঘটানো এবং বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠাসহ সাম্রাজ্যবাদী শক্তিলোর মোকাবেলায় মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে এ দিবস।

শুক্রবার (৩১ মে) রাজধানীর শাহজাহানপুরে দলীয় কার্যালয়ে আল কুদস দিবস উপলক্ষে জাতীয় গণমুক্তি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ন্যাপ মহাসচিব বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদীদের সূক্ষ্ম চালের কারণে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। সারা বিশ্বের মুসলমানরা আজ তাকিয়ে আছে ফিলিস্তিনের দিকে। কবে মুক্ত হবে আল কুদস, কবে মুসলমানরা আবার তাদের পুণ্যস্থান বায়তুল মোকাদ্দাসে স্বাধীনভাবে ইবাদত-বন্দেগি করতে পারবে। কুদস দিবস মুসলমানদের হারানো সম্মান পুনরুদ্ধারের চেতনাকে ক্রমেই শানিত করছে। মূলত আল কুদস দিবস এক মহাজাগরণের দিন। যে জাগরণের মূল চেতনা হলো- মুসলিম ঐক্য।

তিনি বলেন, মুসলমানরা সব সময় ঈমানের শক্তিতেই নির্ভর করেছে, পরম করুণাময় আল্লাহর রহমতের ওপর আস্থা রেখেছে। এবারের আল-কুদস দিবস হয়তো মুসলমানদের সেই ঈমানি শক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা দিতে যাচ্ছে। আল-কুদস দিবসে এবার প্রার্থনা হোক- হে আল্লাহ, তোমার কুদরতের ঝলকানিতে অতীতের মতো এখনও দ্বীন ও দ্বীনের ধারকদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইহুদি-নাসারাদের সব ষড়যন্ত্র ও চক্রান্তের জাল ছিন্ন করে দাও।

সংগঠনের ভারপ্রাপ্ত সমন্বয়কারী অ্যাডভোকেট তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন করেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সমন্বয় কমিটির সদস্য আবদুল হালিম, মাওলানা আবু জাফর রেদোয়ানী, আবদুল কাইয়ূম মাহমুদ, আফরোজা বেগম, ইমরুল হাসান, যুব নেতা আবদুল হালিম মল্লিক, ছাত্রনেতা আল-আমিন ভুইয়া প্রমুখ।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে আল-কুদস দিবস হিসেবে পালিত হয়ে থাকে। যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল।

কেএইচ/এমএমজেড/পিআর

আরও পড়ুন