কথা বললেই গুম নয়তো খুন : মোশাররফ
সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতির সরকার অলিখিত বাকশালের দিকে এগিয়ে চলেছে। এখানে কথা বললেই গুম নয়তো খুন হতে হচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াবাজার ইউসুফ মার্কেটে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোশাররফ হোসেন বলেন, ‘দেশে এখন প্রকাশ্যে লুটপাট চলছে, রূপপুরে বালিশ কেলেঙ্কারির কথা এখন মানুষের মুখে মুখে। মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির সরকার অলিখিত বাকশালের দিকে এগিয়ে চলছে। এখানে কথা বললেই গুম নয়তো খুন। এই অত্যাচারের মরণখেলা আর কত দিন চলবে?’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানেই সফল হয়েছিলেন, সেখানেই আওয়ামী লীগ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সে কারণেই নিজেদের ব্যর্থতা লুকাতে ভোট ডাকাতি ও দুর্নীতিকে বেছে নিয়েছে আওয়ামী লীগ।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘আওয়ামী লীগ শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। সে কারণে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে নিরপরাধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাসের পর মাস কারাগারে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বেগম জিয়ার একমাত্র অপরাধ তিনি আপসহীন ও গণতন্ত্রকামী।’
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, সাবেক কমিশনার নবীউল্লাহ নবী ও যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসেন।
কেএইচ/এসআর/পিআর