হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময়
শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছবিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। যুগে যুগে সকল ধর্মের প্রচারকগণ সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন।’
তিনি বলেন, যেকোনো ধর্মীয় উৎসব সম্প্রদায়ের ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মিলনের বাণী শোনায়, মানবসমাজের মধ্যে এক অনন্য ভ্রাতৃত্ববোধের জন্ম দেয়। আনন্দরুপ বিনম্রতায় সমাজে সকলকে এক গভীর শুভেচ্ছাবোধে অনুপ্রাণিত করে।
বাণীতে জন্মাষ্টমী উপলক্ষে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন খালেদা জিয়া।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হওয়ায় জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে তারা পালন করে থাকেন।
এমএম/একে/আরআইপি