কারওয়ান বাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ২০ দলীয় জোটের ডাকা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর দেড়টার দিকে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় তারা বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের ছাত্রদলের যুগ্ম সম্পাদক করিম সরকার, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা সুলতান মাহফুজ, আশরাফ লিঙ্কন, বাশার, শ্রাবণ, রোকন, খোকন, রাজু, রাকিব, রিপন, জহির, মারুফ, জনি, সোহেল রানা, নাজমুল, আরিফ, মাসুম বিল্লাহ, ফয়সাল, সজীব, অলি হাসান প্রমূখ অংশ নেন।
ছাত্রদল কর্মী সোহেল রানা জাগো নিউজকে জানান, পান্থপথ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বসুন্ধরা সিটির সামনে গিয়ে শেষ হয়।
এদিকে দুপুরে একই দাবিতে শাহবাগ মোড়ে একটি বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এমএম/আরএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা