ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেশে এখন অন্ধকার যুগ চলছে : এরশাদ

প্রকাশিত: ১০:১২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মায়ের পেটেও এখন শিশু নিরাপদ নেই, সর্বত্র খুন, গুম, সন্ত্রাস আতঙ্ক। দেশে এখন অন্ধকার যুগ চলছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টিকে মানুষ আবারো ক্ষমতায় দেখতে চায়।

রোববার দুপুরে কুমিল্লার ঐতিহাসিক বীরচন্দ্র নগর মিলনায়তনে (টাউন হল) কুমিল্লা (দক্ষিণ) জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ সকল কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি ও প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে এরশাদ আরো বলেন, বিএনপি আমার সঙ্গে ও আমার দলের সঙ্গে বেঈমানি করেছে, জনগণের কথা চিন্তা করে এবং বিএনপির মিথ্যা আশ্বাসে আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বিনিময়ে কি পেয়েছি?

ক্ষমতাসীন আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে এরশাদ বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ মানুষকে কি দিয়েছে ? দেশে এখন আইনের শাসন নেই, কে কখন খুন-গুম হবে তার নিশ্চয়তা নেই, জনগণের এখন শ্বাস রুদ্ধকর অবস্থা।

বর্তমান সরকারের শাসনামলকে অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করে এরশাদ বলেন, জনগণের চোখের জলের বিনিময়ে এ সরকার  তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এ যেন মরার উপর খাঁড়ার ঘা।

এ সময় অন্যান্যের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, অধ্যক্ষ রওশন আরা এমপি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এইচ এন এম শফিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু, কুমিল্লা (উত্তর) জেলা জাপার সভাপতি লুৎফুর রেজা খোকন, দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব ওবায়দুল কবির মোহনসহ কেন্দ্রীয় এবং কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা জাপা, যুবসংহতি, কৃষক পার্টি, ছাত্র সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপিকে সভাপতি এবং এইচ এন এম শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা (দক্ষিণ) জেলা জাপার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে হেলিকপ্টারযোগে কুমিল্লায় পৌঁছে বেলা ১১টা ৪৭ মিনিটে এরশাদ সম্মেলন স্থলে আসার পর জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি