সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে ন্যাপের শোক
একুশে পদকপ্রাপ্ত ও খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, খালিদ হোসেনের গাওয়া সঙ্গীত মানুষের মনে প্রশান্তি যুগিয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামে রচিত ইসলামী সঙ্গীতগুলো তার কণ্ঠে যখন ভেসে আসতো তখন মানুষের হৃদয়ে প্রশান্তি আসতো।
যারা গানকে নান্দনিকতা দিয়েছিলেন তাদেরই মধ্যে অন্যতম কিংবদন্তি কণ্ঠশিল্পী ছিলেন খালিদ হোসেন। তার কণ্ঠে আমাদের গানের ভুবন ঐশ্বর্যবান হয়েছে। তার মতো গুণী শিল্পী কর্মময় জীবন দিয়ে ভালোবাসায় কোটি মানুষের মন-মন্দিরে অমরত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি বেঁচে থাকবেন চিরকাল; যতদিন বাংলায় গান হবে, যতদিন নজরুলের সঙ্গীত বাজবে। তাকে গানের প্রেমিক বলেই স্মরণ করবে সঙ্গীত অনুরাগীরা।
কেএইচ/আরএস/জেআইএম