‘খালেদা জিয়ার মুক্তি সরকারের হাতে’
বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মামলার মেরিট বিবেচনায় বেগম খালেদা জিয়া তাৎক্ষণিক জামিন পাওয়ার যোগ্য । তার মামলা যেহেতু রাজনৈতিক এবং এটা সরকারের সর্বোচ্চ মহল থেকে এক রকম স্বীকারও করা হয়েছে- তাই খালেদা জিয়ার মুক্তি সরকারের হাতে।
সোমবার দুপুরে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দলের মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রুমিন বলেন, আমার ওপর একটি দায়িত্ব চলে এসেছে। নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আপনারা জানেন একটি রাজনৈতিক মামলায় এক বছরের বেশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি। তার আশুমুক্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। আর যে গণতন্ত্রহীনতায় বাংলাদেশ এখন ভুগছে, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার বঞ্চিত, মানুষ আজকাল কথা বলতে ভয় পায়, বাকস্বাধীনতা, চিন্তার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে- এই বিষয়গুলো নিয়ে, দেশের কথা, মানুষের কথা এবং জনগণের কথা নিয়ে আমি সংসদে কাজ করবো, কথা বলবো। আমি সবার দোয়া প্রার্থনা করছি।
তিনি বলেন, সংসদে আমরা সীমিত সুযোগ পাবো, সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার আমরা করবো।
এইচএস/এমএসএইচ/এমএস