ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আ.লীগকে কীভাবে কথা শোনাতে হয় সে ব্যবস্থা করব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৮ মে ২০১৯

ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে কীভাবে কথা শোনাতে হয় সে ব্যবস্থা আমরা এক সময় করব বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৮ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির বিষয়ে এভাবে সংবাদ সম্মেলন করে দাবি জানালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কী আপনাদের কথা শুনবে সাংবাদিকদের-এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগকে কীভাবে কথা শোনাতে হয় সে ব্যবস্থা আমরা এক সময় করব। এতো চিন্তা করে লাভ নেই।’

abbas--inner

বেগম জিয়ার চিকিৎসার জন্য প্যারোলের বিষয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘আমরা প্যারোল চাইবে না। তিনি (খালেদা জিয়া) অসুস্থ্য তার চিকিৎসা দরকার।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এনডিএস/জেআইএম

আরও পড়ুন