ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বগুড়া-৬ উপ-নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:১২ এএম, ১৪ মে ২০১৯

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আলোচনা করছে বিএনপি। এ ব্যাপারে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এছাড়াও সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়ার কথাও ভাবছে তারা।

সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে বিএনপি নেতারা শরিক দলগুলোর নেতাদের কাছে এ মনোভাব প্রকাশ করেছেন।

বৈঠকে অংশ নেয়া জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জাগো নিউজকে বলেন, ‘বিএনপি বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেবে এবং সংরক্ষিত আসনেও মনোনয়ন দেবে।’

বৈঠকে অংশ নেয়া আরেক শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মো. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং সংরক্ষিত আসনের মনোনয়নের ব্যাপারে আলোচনা হয়েছে। শিগগিরই বিএনপি এ ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

জোটের শরিক একটি দলের চেয়ারম্যান বলেন, ‘বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশ নেয়া এবং সংরক্ষিত আসনে মনোনয়নের ব্যাপারে আমাদের সঙ্গে কথা হয়েছে। তাদের বডি ল্যাংগুয়েজ আমার কাছে ইতিবাচক মনে হয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও জামায়াতের মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে এলডিপির সভাপতি অলি আহমদ এবং জোট ছেড়ে যাওয়া আন্দালিব রহমান পার্থ বৈঠকে যোগ দেননি। বিকেল ৪টায় শুরু হওয়া এ বৈঠক শেষে জোট নেতাদের নিয়ে ইফতার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেএইচ/বিএ