ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

লক্ষ্মীপুরে হালছাড়া বিএনপি

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

একটা সময় লক্ষ্মীপুরকে বিএনপির ঘাঁটি বলা হলেও এখন হামলা-মামলার অজুহাত দেখিয়ে হালছাড়া দলটি। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে বেগম খালেদা জিয়া দুইবার নির্বাচনে অংশ নিয়ে জয়ীও হয়েছিল। এখনও মাঠ পর্যায়ে দলটির ব্যাপক সমর্থন থাকলেও তাদের (দলীয় নেতাকর্মী) কথা শোনার মতো তেমন কোনো নেতা নেই। দুই-চারজন ছাড়া বাকিরা গা-বাছিয়ে চলছেন।

এদিকে কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে রাজনীতিতেও তেমন ভূমিকা রাখতে পারছে না। জেলা কমিটির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছির রহমান দলকে জিইয়ে রাখছেন বলে শোনা যাচ্ছে।

তৃণমূল পর্যায়ের নেতাদের অভিযোগ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের অনেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে চলছেন। সমঝোতার ভিত্তিতে সরকার বিরোধী কোনো কর্মসূচি দিচ্ছে না তারা। এতে সাংগঠনিকভাবে নড়বড়ে হয়ে পড়েছে বিএনপি।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, দলকে পুনর্গঠন করে সরকার বিরোধী আন্দোলন তীব্র করতে সম্প্রতি কেন্দ্র থেকে চিঠি দেয়া হয়েছে।

এ বিষয়ে ইতোমধ্যে একাধিকবার বৈঠক করা হলেও নেতারা রাজনৈতিক কঠোর কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। সর্বশেষ করণীয় নির্ধারনে শুক্রবার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় জরুরি বৈঠকও হয়েছে। এতে প্রত্যেক উপজেলা ও পৌর কমিটির নেতাসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

রায়পুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন জাগো নিউজকে বলেন, ক্ষমতায় থাকাকালে দলের নাম ভাঙিয়ে আবুল খায়ের ভূঁইয়া ও তার অনুসারীরা নানা অপকর্ম ও লুটপাট করেছে। এখন তারা এলাকাছাড়া ।

ছাত্রদল নেতা ফারুক হোসেন জাগো নিউজকে জানান, তিনি কয়েকটি মামলার আসামি হয়ে এখন ফেরারি। বিএনপি নেতাদের ফোন করলেও রিসিভ করেন না । দুই-একজনের সঙ্গে দেখা হলেও না দেখার ভান বলে এড়িয়ে যায়।

দলটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান জাগো নিউজকে বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা নিয়ে কারাগারে যেতে হয়েছে। অনেকেই খুন-গুম হয়েছেন। সরকার বিএনপিকে গনতান্ত্রিক আন্দোলন এমনকি ঘরোয়া কর্মসূচি পালনেও বাধা দেয়। নানা সংকটের মধ্যেও নেতাকর্মীরা দলের জন্য কাজ করছে।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু জাগো নিউজকে বলেন, দলকে পুনর্গঠনের জন্য আমরা জেলার রামগঞ্জ থেকে কার্যক্রম শুরু করেছি। আওয়ামী লীগ ও প্রশাসনের হামলা, মামলা ও গুমের কারণে নেতাকর্মীরা অনেকটা নিষ্ক্রীয় হয়ে পড়েছে। তাদের উজ্জীবিত করতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্য়ায়ে কর্মসূচি দেয়া হচ্ছে।

কাজল কায়েস/এসএস/পিআর