ধর্মভিত্তিক দলগুলোকে দিয়ে বিএনপি হরতাল দিচ্ছে : হানিফ
ইসলামী দলগুলো দিয়ে বিএনপি হরতাল দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শনিবার সকালে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫০তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে ইসলামী দলগুলোর হরতাল ডাকা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদেরকে দিয়ে বিএনপিই এই হরতাল দিচ্ছে যা অর্থহীন ও অযৌক্তিক।
হানিফ বলেন, অপরাধের জন্য সরকার লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও প্রেসিডিয়াম থেকে সরিয়ে সর্বোচ্চ শাস্তি দিয়েছে। দল থেকে বহিস্কারের জন্য শোকজও করা হয়েছে। তিনি(লতিফ সিদ্দিকী) এখন দেশের বাইরে অবস্থান করছেন। তাই তাকে গ্রেফতারের জন্য হরতাল দেয়ার কোন মানে হয় না।
তিনি আরও বলেন, এ নিয়ে বিএনপি রাজনৈতিক মাঠ ঘোলা করতে চাইছে। তারাই (বিএনপি) ধর্মভিত্তিক এসব দলকে দিয়ে হরতাল দিচ্ছে। ৭৫-এ জাতির জনককে হত্যার মধ্য দিয়ে দেশে ধর্মভিত্তিক দলগুলো মাথাছাড়া দিয়ে ওঠে।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।