প্রতিষ্ঠবার্ষিকীর আলোচনায় অংশ নিলেন খালেদা
দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যা সোয়া ৬টায় আলোচনা সভায় অংশ নেন তিনি।
এর আগে বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা দিয়েছিলেন তিনি। রাজধানীতে তীব্র যানজটের কারণে সড়কেই প্রায় তিন ঘন্টা সময় আটকে থাকতে হয় তাকে।
রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন খালেদা জিয়া।
আলোচনা সভায় উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতান, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রমূখ।
এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নিয়েছেন।
# তীব্র যানজটে আটকা খালেদা
এমএম/এসকেডি/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা