‘এই নরপশুদের একমাত্র শাস্তি হচ্ছে ক্রসফায়ার’
ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের বিচার দাবি করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, ‘আইনের ভয় দেখিয়ে এদের নিভৃত করা যাবে না। এদের একমাত্র শাস্তি হচ্ছে ক্রসফায়ার।’
শনিবার রাজধানীর করাতিটোলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, যারা শিশু হত্যা, নারী ধর্ষণ, চলন্ত বাসে গণধর্ষণ করছে বুলেটের মাধ্যমে তাদের বিচার করতে হবে। যেসব মানবাধিকারকর্মী ক্রসফায়ারের বিরোধিতা করেন, তাদের প্রশ্ন করতে চাই- আপনি নিজে ধর্ষিতা হলে কি বিচার চাইতেন? আইনের শাসনের ভয় দেখিয়ে নরপশুদের শায়েস্তা করা যাবে না।
তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ে যেন এ ধরনের হিংস্র আসামিরা পার না পেয়ে যায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান লাভলু, ওয়ারী জোনের ডিসি ফরিদ উদ্দিন, গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ।
এইউএ/জেডএ