তীব্র যানজটে আটকা খালেদা
বৃষ্টির কারণে রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতা এবং তীব্র যানজটের মধ্যে আটকা পড়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুর ৩টায় দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) উপস্থিত থাকার ছিল। তবে তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ের ৩ঘণ্টা পরেও সেখানে পৌঁছাতে পারেননি খালেদা।
মঙ্গলবার বিকেলে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার পর দেড় ঘণ্টায় মাত্র বিজয়স্মরণী এলাকায় পৌঁছেন তিনি।
খালেদার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) এক সদস্য জানান, যানজটের কারণে বহরটি দেড় ঘন্টায় গুলশান থেকে বিজয়স্মরনী এলাকায় পৌঁছেছে।
সভাস্থলে বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ফার্মগেট এলাকা থেকে সিএসএফের একটি ফোর্স পায়ে হেটে সভাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সভাস্থলে যেতে আরো দেড় ঘণ্টা সময় লাগতে পারে বলেও জানান তিনি।
এদিকে সভাপতি খালেদা জিয়া না থাকায় নির্ধারিত সময়ে শুরু হয়নি আলোচনা সভাটি। তবে খালেদা জিয়ার অনুমতিক্রমে সিনিয়র নেতারা বিকেল ৫ টায় সভাটি শুরু করেন।
এমএম/এআর/এসকেডি
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো