বর্তমান সরকারের অধীনে কেউ নিরাপদ নয়
বর্তমান সরকারের অধীনে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার ।
মঙ্গলবার বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১ম মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
গোলাম আকবর খন্দকার বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এ সরকার। মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে, মানুষের বাক স্বাধীনতা হরণ করে দেশকে একদলীয় বাকশালি শাসনে পরিণত করতে চায়। তাই বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছে সরকার।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, এই অবৈধ, অনির্বাচিত সরকার বিগত ১/১১’র মঈন-ফখরুদ্দীন গং এর চেয়ে বড় স্বৈরাচার।
এ দেশে আবারো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে আওয়ামী লীগ বাকশাল কায়েম করতে চায়। প্রধানমন্ত্রী বিরোধীদলের নেতাকর্মীদের উপর পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে তার গদি রক্ষা করতে চায়। বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা সমাবেশ ও ফুল দিতে বাঁধা দিয়ে দেশে আবারো আওয়ামী লীগ বাকশালির রূপ ধারণ করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সভা সমাবেশ করা। কিন্তু তারা আমাদের শান্তিপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাঁধা দিয়ে সংবিধান অমান্য করেছে।
সভাপতির বক্তব্যে সামশুল আলম বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী তাই আমরা সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। কিন্তু তারপরও আমাদের গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশে বাঁধা দিচ্ছে পুলিশ প্রশাসন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মোহাম্মদ আলী, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সামশুল হক, কামাল পাশা নিজামী, মো. মহসিন, কামরুল ইসলাম, গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, হাজী নবাব খান, শাহ আলম।
এছাড়া এয়াকুব চৌধুরী, হামিদ হোসেন, জাকির হোসেন, বেলায়েত হোসেন বুলু, আখি সুলতানা, ছাদেকুর রহমান রিপন, আব্দুল হালিম স্বপন, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, নুর উদ্দিন নুরু, নাজমুল হক নাজু, আশাদুর রহমান টিপু, আলমগীর নুর, মো. সালাহ উদ্দিন আলী, নুরুল আলম শিপু, আবু বক্কর, সালাহ উদ্দিন সাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আএসএস/এসকেডি
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা