ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কল্যাণ পার্টির ৪৫ সদস্যের আংশিক কমিটি প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০১৯

বাংলাদেশ কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল (শনিবার) রাজধানীর মুক্তিভবনে দলটির চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর আজ এই  কমিটি প্রকাশ করা হলো।

কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান জাগো নিউজকে বলেন, ‘১০১সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ৪৫ সদস্য আজ (১০ এপ্রিল) বিকেল ৪টায় প্রকাশ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বাকি তালিকা প্রকাশ করবেন।’

কমিটিতে প্রথম পর্বের তালিকায় ঠাঁই পেলেন যারা :

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক পুনরায় পার্টির চেয়ারম্যান ও এম এম আমিনুর রহমান মহাসচিব নির্বাচিত হয়েছেন।

কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে নয়জনকে রাখা হয়েছে। এরা হলেন- লে. কর্নেল (অব.) এ এফ এম নুরুদ্দিন, মো. মতিয়ার রহমান, সাহিদুর রহমান তামান্না, সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, আলী হোসেন ফরায়েজী, মাহমুদ খান, আ ন ম যাকিউল হক, শামসুদ্দিন পারভেজ ও আহসান হাবিব ইমরুজ।

অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাভোকেট মনিরুল ইসলাম সরকার।

যুগ্ম মহাসচিব হয়েছেন চারজন। এরা হলেন- আলহাজ নুরুল কবির ভুইয়া পিন্টু, রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, মো. নুরুল আফছার ও মো. আল আমিন ভূঁইয়া রিপন। তবে রিপনকে যুগ্ম মহাসচিবের পাশাপাশি দপ্তর সম্পাদকেরও দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- এরশাদুর রহমান মোল্লা- পরিকল্পনা বিষয়ক সম্পাদক, জাহিদুর রহমান- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, এম হাসান জেড খান- শিক্ষা বিষয়ক সম্পাদক, শাহানা সুলতানা শিলা- মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, আলমগীর কবির- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আর এ এম ইসমাইল ফারুক- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ওবায়দুল হক সিরাজী- বাণিজ্য বিষয়ক সম্পাদক, অ্যাভোকেট মাহমুদুল হাসান- আইন বিষয়ক সম্পাদক, ২৫ অ্যাভোকেট মো. সালাহ উদ্দিন বিশ্বাস- সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ফয়েজ বিন আকরাম- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান- ধর্ম  বিষয়ক সম্পাদক, সৈয়দা রোকেয়া বেগম- পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এনামুল করিম রেজা- তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, মো. জসিম উদ্দিন-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান খোকন- সাংগঠনিক সম্পাদক (ঢাকা) দিদারুল আলম সুমন- সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), মো. আবু হানিফ- সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), অ্যাডভোকেট আদম শফিউল্লাহ- সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), মঈন বকুল- সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক, মো. ইলিয়াস শিকদার- উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।

কল্যাণ পার্টি নতুন এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন- মো. খোরশেদ আলম, মো. কামারুজ্জামান, মো. জসিম উদ্দিন, মুসা মিয়া মজুমদার, মো. মহিউদ্দিন, মো. কামারুজ্জামান খান, অ্যাভোকেট সালাউদ্দিন আয়ুবী, মো. হাবিবুল্লা ভুইয়া ও অ্যাভোকেট মোয়াজ্জেম হোসেন।

কেএইচ/এমবিআর/এমকেএইচ

আরও পড়ুন