ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেড় ঘণ্টা পেছাল ২০ দলের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৮ এপ্রিল ২০১৯

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক দেড় ঘণ্টা পেছানো হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য এ বৈঠক এখন রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। প্রায় দুই মাস পর ২০ দলীয় জোটের বৈঠক হতে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তাদের দ্বিতীয় বৈঠক।

২০ দলীয় জোটের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জোটের অন্যতম শরিক লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের ব্যানারে অন্যান্য দল অংশ নেয়। পরে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শপথগ্রহণ থেকে বিরত রয়েছে বিএনপি তথা ঐক্যফ্রন্ট। তবে ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নিয়ে গণফোরামের দুই প্রার্থী নির্বাচিত হয়ে এমপি হিসেবে শপথ নিয়েছেন।

কেএইচ/আরএস/পিআর

আরও পড়ুন