ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অনশনে থেকেই হাফিজ বললেন অনশনে সম্ভব নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৭ এপ্রিল ২০১৯

দলের চলমান কর্মসূচির সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, তুমুল আন্দোলনের মধ্যে এ সরকারের পতন ঘটাতে হবে। অনশন ও মানববন্ধন করে এদের ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। তাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ (রোববার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘গণঅনশন’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

হাফিজ বলেন, এখন জাতীয় জীবনের দুঃসময় পার করছি আমরা। দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ বেগম খালেদা জিয়াকে এ সরকার কারাগারে রেখেছেন। বর্তমান সরকার গণতন্ত্রের ভাষাও বোঝে না। আমরা চাই তুমুল গণআন্দোলন। ৫০ হাজার থেকে ১ লাখ লোক রাস্তায় নামলে আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে সরকারের সমালোচনা করে হাফিজ বলেন, আজকে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে পারে না। এরা নিজেরাও সংঘর্ষের মাধ্যমে নিজেদের ভোটও ডাকাতি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। বিএনপি তো নিবার্চন বর্জন করেছে। এরপরও তারা নিজেরাই ক্ষমতার জন্য কাড়াকাড়ি করছে এবং দেশে বিশৃঙ্খলা করছে।

কেএইচ/এনএফ/পিআর

আরও পড়ুন